দিনাজপুরের ফুলবাড়ীতে র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ২১৮ বোতল ফেন্সিডিল, ১০৬ বোতল ফেন্সিগ্রীপ, ২৫ বোতল এমকেডিল ও ১৫ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী ওবাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। .
মঙ্গলবার (৫ মার্চ) মধ্যরাতে উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওবাইদুল ইসলামের বাড়ি থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী ওবাইদুল ইসলাম ওই গ্রামের মৃত বুদু ম-লের ছেলে। .
দিনাজপুর র্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওবাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির ভেতরে বিশেষ কায়দায় মার্টিতে গর্ত করে লুকানো ২১৮ বোতল ফেন্সিডিল, ১০৬ বোতল ফেন্সিগ্রীপ, ২৫ বোতল এমকেডিল ও ১৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। .
তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওবাইদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার পরিচালিত বিভিন্ন সোর্স রয়েছে। যারা প্রশাসনের খবরাখবর তাকে সরবরাহ করে থাকে। প্রশাসনের লোকজন এলাকায় ঢুকলেই ওবাইদুল ইসলামকে তারা সতর্ক করে দেন। সে দেশের বিভিন্নস্থানে মাদক সরবরাহ করতো বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে। .
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মাদকসহ মাদক ব্যবসায়ী ওবাইদুল ইসলামকে থানায় হস্তান্তর করেছে র্যাব। মঙ্গলবার ওই মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: